সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশে আসতে চাওয়া সাংবাদিকদের ভিসা দ্রুত অনুমোদন করতে বিদেশি মিশনগুলোকে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা আমাদের সব বিদেশি মিশনকে বাংলাদেশ সফরে আসতে সেই ছেলেকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তার বৃদ্ধা মা ও স্ত্রী-সন্তান। গতকাল বেলা ১১টায় সোনামসজিদ স্থলবন্দর জিরোপয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি চলাকালে এই দাবি জানান তারা। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- গুম হওয়া মফির মা হাবিবা বেগম, স্ত্রী লাইলী বেগম, ছেলে শাহীন আলম, এলাকাবাসীর পক্ষে নবীন, রেজাউল করিম, হামিদুল মেম্বার প্রমুখ। হাবিবা বেগম বলেন, ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তার ছেলে মফিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় যুবলীগের কর্মীরা এবং র্যাবের হাতে তুলে দেয়। ওই সময় মফিসহ আরও চারজনকে ধরে নিয়ে যায় র্যাব। পরে চারজনকে ফেরত দেওয়া হলেও মফিকে র্যাব ফেরত দেয়নি। সে সময় আদালতে মামলা করতে গেলে মফির ভাইকে র্যাব তুলে নিয়ে গিয়ে হুমকি দিয়ে দেশ ছাড়তে বলে।
তার ভাই ভয়ে ভারতে পালিয়ে যায়। তবে ওই ঘটনায় শিবগঞ্জ থানায় মফি নিখোঁজের একটি জিডি করা হয় মফির পরিবারের পক্ষ থেকে। মানববন্ধন থেকে মফির স্ত্রী লাইলী বেগম ও ছেলে শাহীন আলম মফিকে জীবিত অথবা মৃত ফেরত দেওয়ার দাবি জানান।