শৈশবে কাব্য বনে ঘুরতে যেত মা-বাবার হাত ধরে। বাবা সাংবাদিক। তাই সবসময় সঙ্গে থাকত ক্যামেরা। এই ক্যামেরা দিয়েই কাব্য ছবি তোলার হাতেখড়ি। শখের বসে একটি, দুটি ছবি তুলতে তুলতে এক সময় ছবি তোলার নেশায় পেয়ে বসে কাব্যর। তবে শখের বসে তোলা ছবি এক দিন তার জীবনে সাফল্য বয়ে আনবে তা তিনি ভাবেননি। কিন্তু তাই হলো। সম্প্রতি কাব্য ফটোগ্রাফিতে পেয়েছে জাতীয় পুরস্কার। তার পুরো নাম বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য। তার বাবা বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন পেশায় সাংবাদিক। মা গৃহিণী তনুশ্রী গোস্বামী। কাব্য শ্রীমঙ্গল শহরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। কাব্য এখন বিজ্ঞান বিভাগে শ্রীমঙ্গল সরকারি কলেজে উচ্চমাধ্যমিকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি ফটোগ্রাফি এবং আবৃত্তি করেন। ইতোমধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছেন। গত ৫ অক্টোবর সিলেটে আর্মি আইবিএ ফটোগ্রাফিক সোসাইটি গ্রাউন্ডব্রেকিং প্রথম জাতীয় ফটোগ্রাফি ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত হয়। ইভেন্টের নাম ছিল ‘ফাস্ট এআইবিএপিএস ন্যাশনাল ফটোগ্রাফি ফেস্ট’। দিনব্যাপী ইভেন্টটি জালালাবাদ ক্যান্টনমেন্ট সিলেট আর্মি আইবিএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ফটোগ্রাফি ডিএসএলআর, ফটোগ্রাফি মোবাইল, ভিডিওগ্রাফি প্রভৃতি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফটোগ্রাফি ডিএসএলআর ক্যাটাগরিতে ‘ফাস্ট রানার্সআপ’ এর সম্মাননা অর্জন করে বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য। তিনি বলেন, ‘শখের বসে ছোট সময় থেকেই আমি ছবি তুলতে থাকি। বাবা-মার সঙ্গে যখন যেখানে গিয়েছি ছবি তুলেছি। তবে আমার তোলা ছবি এক দিন প্রদর্শনিতে যাবে বা আমি পুরস্কার পাব তা তখনো ভাবিনি। এখন সত্যি আমি আনন্দিত। জাতীয় পর্যায়ে এই পুরস্কার প্রাপ্তি আমার ছবি তোলার আগ্রহ আরও বাড়িয়ে দিল।’
শিরোনাম
- আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমবে : অর্থ উপদেষ্টা
- হাইকিং করতে গিয়ে প্রাণ গেল ফ্যাশন ব্র্যান্ড ম্যাঙ্গো’র প্রতিষ্ঠাতা আন্দিকের
- মোরেলগঞ্জে নির্জন ঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
- পাঁচ ঘণ্টার কম সময়ে সিরিয়ায় ৬০টির বেশি ইসরায়েলি বিমান হামলা : এনজিও
- চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ কম : রিজভী
- প্রথমবারের মতো ইউক্রেনযুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা
- ফুটবলার থেকে জর্জিয়ার প্রেসিডেন্ট, কে এই কাভেলাশভিলি
- ‘বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াতের নেতাকর্মীরা’
- তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ
- জাবির হল থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- দেশের দুই কারাগারে ডগস্কোয়াড মোতায়েন
- ৭ বছর পর সমাবেশ মঞ্চে আসছেন খালেদা জিয়া
- ‘পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আপাতত কমিশন গঠন সম্ভব হচ্ছে না’
- সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন, মুখ খুললেন বিদ্রোহী নেতা জোলানি
- রাজধানীর ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের ৫ সন্ত্রাসী গ্রেফতার
- বিজয় দিবসে সড়কে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা ডিএমপির
- জনপ্রশাসন সংস্কারে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি
- জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘বঞ্চিত’ কর্মকর্তাদের অবস্থান
- গ্রিস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি: মৃত ৫, নিখোঁজ ৪০
- নাশতার সঙ্গে লটারি কিনে জিতলেন ১২ কোটি টাকা
প্রকাশ:
০০:০০, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
শ্রীমঙ্গলের কাব্যের অর্জন
দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর