যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন গার্ল’ সিমোন বাইলস। জিমন্যাস্টিকসের সোনালি কন্যা বাইলস প্যারিস অলিম্পিকের সবচেয়ে বড় তারকাদের একজন। বাইলস খেলছেন এবং গতকাল সোনা জিতেছেন। অলরাউন্ড ইভেন্টে দলগত সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। রুপা জিতেছে ইতালি এবং ব্রাজিল ব্রোঞ্জ। ইতালি ১৯২৮ সালের জিমসন্যাস্টিকসে দলগত সোনা জিতেছিল। ২০১৬ সালে ৪টি সোনা জিতে তারকায় পরিণত হয়েছিলেন বাইলস। ঠিকমতো ল্যান্ডিং করতে পারছিলেন না বলে টোকিও অলিম্পিকের মাঝপথে হঠাৎ সরে দাঁড়ান। ‘টুইস্টিজ’র কারণে সরে দাঁড়ানোর আগে দলগত ইভেন্টে রুপা ও ব্যালান্স বিমে ব্রোঞ্জ জিতেছিলেন। গতকাল সোনা জিতে সোনালি হাসিতে প্যারিস অলিম্পিকসহ গোটা বিশ্বকে সোনায় মুড়িয়েছেন বাইলস।