গত জুলাই মাসে কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারেননি। খেলতে পারেননি ইন্টার মায়ামির জার্সিতে বেশ কয়েকটি ম্যাচ। তবে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আজ সকালেই মেজর লিগ সকারের ম্যাচে ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এ ম্যাচ দিয়েই দীর্ঘ দুই মাস পর মাঠে ফিরছেন লিওনেল মেসি।
ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘হ্যাঁ, মেসি ভালো আছে। সে অনুশীলন করেছে (শুক্রবার)। ম্যাচের পরিকল্পনায় সে আছে। অনুশীলন শেষে আমরা ঠিক করব, তাকে নিয়ে কোন কৌশলে আমরা এগোব। তবে এ ম্যাচের জন্য সে প্রস্তুত।’ মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে ইন্টার মায়ামি। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিনসিনাত্তি। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। আজ নিজেদের মাঠে ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে দলটা। এ ম্যাচে মেসির ফেরা নিয়ে মার্টিনো বলেন, ‘বিশ্বসেরা খেলোয়াড়কে দলে ফিরে পাওয়া দারুণ ব্যাপার। আর এই দল এমনিতেই দারুণ ছন্দে আছে। সব মিলিয়ে এ পরিস্থিতিতে আমরা আনন্দিত।’ ইন্টার মায়ামি এর আগে কখনোই মেজর লিগে সেরা দল হতে পারেনি। মেসির ছোঁয়ায় তারা কি স্বপ্ন পূরণ করতে পারবে! গত বছর মেসি দলকে উপহার দেন লিগস কাপের ট্রফি। ইউএস ওপেন কাপের ফাইনালেও নিয়ে গিয়েছিলেন তিনি।