২০২৪-২৫ ঘরোয়া ফুটবলের সূচি চূড়ান্ত হয়েছে। ১১ অক্টোবর দুই দলের এক দিনের টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ দিয়েই মৌসুমের পর্দা উঠবে। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরই নামকরণে চ্যালেঞ্জ কাপ হচ্ছে। গতকাল পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাফুফের সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন। ক্লাবের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। ১৫ অক্টোবর মাঠে গড়াবে ফেডারেশন কাপ। ১৮ অক্টোবর শুরু হবে দেশের ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যা পেশাদার লিগ নামেই পরিচিত। সূচি ঠিক হলেও চূড়ান্ত হয়নি ভেন্যুগুলোর নাম। বসুন্ধরা কিংস অ্যারিনা, কুমিল্লা ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম ও ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের লিগ হবে তা নিশ্চিত। বাফুফে সহসভাপতি ইমরুল হাসান বলেন, ‘১৮ অক্টোবর লিগ শুরু হবে। তার আগেই ভেন্যুগুলো চূড়ান্ত করা যাবে আশা রাখি। তিনটি ভেন্যু মোটামুটি ঠিক হয়ে গেছে। মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আর্মি ক্যাম্প থাকলেও এ সময়ের মধ্যে সেটা সরে যেতে পারে। তখন লিগ আয়োজন করা যেতে পারে। ক্লাবগুলোর পক্ষ থেকে দুটি নতুন ভেন্যুর নাম এসেছে। এগুলো গাজীপুর ও মানিকগঞ্জ স্টেডিয়াম। এ দুটি ভেন্যু পরিদর্শন করা হয়েছে। হয়তো এ দুটি ভেন্যুর যে কোনো একটি বা পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী ক্লাবগুলো যদি নতুন ভেন্যুর প্রস্তাব করে তাহলে সেগুলোও আমরা বিবেচনা করব।’ বসুন্ধরা কিংস ও মোহামেডান প্রথম চ্যালেঞ্জ কাপে অংশ নেবে। ইউরোপে লিগ চ্যাম্পিয়ন ও অন্য কোনো আসরের চ্যাম্পিয়নদের নিয়ে এমন টুর্নামেন্ট হয়। বসুন্ধরা কিংস ও মোহামেডান গেল তিন আসরেই চ্যাম্পিয়ন-রানার্সআপ। তাই তাদের নিয়েই নতুন টুর্নামেন্ট মাঠে গড়াবে।