পাকিস্তানকে এই প্রথম হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে টাইগাররা প্রথম টেস্ট ১০ উইকেটে এবং দ্বিতীয় টেস্ট জিতেছে ৬ উইকেটে। নিঃসন্দেহে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয়গুলোর অন্যতম। ঐতিহাসিক সিরিজ জেতায় চুক্তি অনুযায়ী ক্রিকেটাররা উইনিং বোনাস পেয়েছেন। গতকাল ক্রিকেটারদের সেই উইনিং বোনাস ৩ কোটি ২০ লাখ টাকা দিয়েছে বিসিবি। স্থানীয় একটি পাঁচতারা হোটেলে ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয় বোনাসের অর্থ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া উপদেষ্টাকে ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট তুলে দেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্রিকেটাররা তাদের বোনাসের একটি অংশ বন্যার্তদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল আজ দুপুর ১টা ৫ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে। ভারতের মাটিতে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলবে নাজমুল বাহিনী। চেন্নাইয়ে প্রথম টেস্ট ১৯-২৩ সেপ্টেম্বর। এরপর দ্বিতীয় টেস্ট খেলবে কানপুরে ২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর। সিরিজের জন্য ১৬ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, সেখানে একমাত্র নতুন মুখ জাকের আলী অনিক। যদিও জাতীয় দলের পক্ষে ১৭টি টি-২০ ম্যাচ খেলেছেন জাকের। গতকাল রাতে ঢাকায় ফিরেছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে। আজ দলের সঙ্গে তিনি ঢাকা ছাড়বেন। সাকিব আল হাসান লন্ডন থেকে সরাসরি চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। ভারতের মাটিতে এর আগে বাংলাদেশের আগে দুবার টেস্ট সিরিজ খেলেছে। ২০১৭ সালে ও ২০১৯ সালে দুবার সিরিজে তিনটি টেস্ট খেলেছে। এর মধ্যে ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলে এখন পর্যন্ত একমাত্র টেস্টটি খেলেছে বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ শেষে তিনটি টি-২০ ম্যাচ খেলবে উভয় দল। ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে শেষ টি-২০ ম্যাচ খেলবে। দুই দেশ এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে ১৩টি টেস্ট খেলেছে। টাইগারদের কোনো জয় নেই। ড্র সাকল্যে দুটি এবং হার ১৩টি। অবশ্য চেন্নাইয়ে ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিল। অবশ্য কানপুরে এই প্রথম খেলবে বাংলাদেশ।
শিরোনাম
- মানিক মিয়া অ্যাভিনিউতে বিজয় দিবস কনসার্টে গাইবেন যারা!
- বেনজীর ও মতিউর পরিবারের বিরুদ্ধে ৬ মামলা
- বগুড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেফতার
- নরসিংদী চেম্বার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৮ পরিচালক
- সারা দেশে বিআরটিএর অভিযানে পৌনে দুই লাখ টাকা জরিমানা
- চট্টগ্রামে আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতা গ্রেফতার
- বাগেরহাটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার
- হঠাৎ টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাহিদ রানা
- বাগেরহাটে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- হেড-স্মিথের সেঞ্চুরি, বুমরার ৫ উইকেট
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের নিয়োগ বাতিল দাবি শিক্ষকদের
- শেখ পরিবারের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল
- বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামীর
- ৭ চার, ৬ ছক্কায় তামিমের ব্যাটে এবার ৯১
- ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব প্রকাশ্যে, উত্তেজনা
- আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়, চেতনা ব্যবসায়ী : আব্দুস সালাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন অনুষ্ঠিত
- ‘আ. লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়, চেতনা ব্যবসায়ী’
- ‘পিলখানা হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু’
- টহল বাড়িয়ে ছিনতাই কমিয়ে আনতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা