রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে বৃষ্টি কোনো বাধা সৃষ্টি করেনি। উইকেটর ধীরে ধীরে ধূসর হতে শুরু করেছে। এই উইকেটে শুরু থেকেই সুবিধা পেয়েছেন ব্যাটাররা। ১৩২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাটিং শুরেু করে বাংলাদেশ।
দিনের শুরুতে প্রথম কয়েক ওভার দুই ব্যাটার মুশফিক-লিটন দেখেশুনে খেললেও ৩৩২ রানের মাথায় খেই হারান লিটন। নাসিম শাহ এর লাফিয়ে ওঠা ডেলিভারিতে কাট করতে গিয়ে উইকেটের পেছনে রিজওয়ানের হাতে ধরা পড়েন লিটন। সাজঘরে ফেরার আগে করেন ৭৮ বলে ৫৬ রান।
এর আগে, বল হাতে রাওয়ালপিন্ডি টেস্টের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে, সাদমান-মুমিনুলদের দৃঢ়তায় সেই হতাশা কাটিয়ে উঠছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ইনিংসের পাকিস্তানের করা ৪৪৮ রান তাড়ায় নেমে স্বস্তিতে ফেরে সফরকারীরা। মুশফিক-লিটনের ব্যাটে ১৩২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ