বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক ভক্তদের মাঝে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ইয়ান বিশপের নামটা চাইলে যে কেউই যুক্ত করতে পারেন। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যেন অদৃশ্য এক বন্ধনে জরিয়ে আছেন তিনি। ২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের মুহূর্তটা রাঙিয়েছিলেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি বোলার। ধারাভাষ্য কক্ষ থেকে তিনিই বর্ণনা করেছিলেন জয়ের মুহূর্তটা।
এবার পাকিস্তানের বিপক্ষে জয়ের পরেও দুই দফায় টুইট করেছেন সাবেক এই ফাস্ট বোলার। জনপ্রিয় এই ধারাভাষ্যকার লিখেছেন, ‘বাংলাদেশকে অভিনন্দন পাকিস্তানের বিপক্ষে দারুণ এই টেস্ট সিরিজ জেতায়। অনেক দিন মনে রাখার মত একটি জয় এটি।’
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও জানাশোনা আছে ইয়ান বিশপের। দ্বিতীয় এক টুইটে উঠে এলো সেটাই, ‘খেলাধুলাই আসলে সবকিছু নয়। তবে জাতির মানসিকতায় খেলার অবস্থান রয়েছে। আমি আশা করি এই জয় বাংলাদেশের মানুষের মনে আনন্দ এনে দিবে এবং তাদের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে তাদের স্পিরিট বাড়িয়ে দিবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ