মাহমুদউল্লাহ রিয়াদ, বাংলাদেশের ক্রিকেটে যিনি পরিচিত সাইলেন্ট কিলার হিসেবে। সংকটের মুহূর্তে দলের হাল ধরার দুর্দান্ত দক্ষতার কারণেই কেউ কেউ তাকে ভালোবেসে ক্রাইসিস ম্যান বলেও ডাকতেন। টেস্ট থেকে আগেই অবসর নিয়েছিলেন রিয়াদ। এবার ভারতের মাটিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন এই ক্রিকেটার।
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, 'হ্যাঁ আমি অবসর নিচ্ছি টি-২০ থেকে। এটাই আমার শেষ সিরিজ। আসলে এখানে আসার আগেই সিদ্ধান্তটা নিয়েছিলাম। কোচ, ক্যাপ্টেন সবাই জানত। আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময়। পরের বিশ্বকাপের জন্য এখনই প্রস্তুতি শুরু করা উচিৎ।'
টি-টোয়েন্টিকে বিদায় জানালেও ওয়ানডে ক্রিকেটে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিয়াদ।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে রিয়াদের নেতৃত্বেই খেলেছিল টাইগাররা। ২০২২ টি-২০ বিশ্বকাপের দলে ছিলেন না তিনি। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে আবারও দলে ফিরেন রিয়াদ। এমনকি ২০২৪ টি-২০ বিশ্বকাপেও তাকে না রেখে উপায় ছিল না।
বিডি প্রতিদিন/নাজমুল