ঘরের মাঠে জিততে একরকম ভুলেই গিয়েছিল পাকিস্তান। অবশেষে সেই দু:খ ঘুচলো। ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে সাড়ে তিন বছর এবং ১১ টেস্ট পর জয়ের দেখা পায় তারা। বিশাল এই জয়ের পর থেকে সাবেক অধিনায়ক বাবর আজমকে নিয়ে সমালোচনায় মুখর সামাজিক যোগাযোগমাধ্যম।
অনেকের মতে, এই টেস্টে বাবর আজম না থাকাতেই জয় পেয়েছে পাকিস্তান। বাবরকে ‘কুফা’বলছেন তারা। তবে বাবরকে নিয়ে এমন সমালোচনা মানতে নারাজ দেশটির তারকা পেসার মোহাম্মদ আমির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাবরের পাশে দাঁড়িয়ে আমির লিখেছেন, ‘বাবর দলে নেই, অন্য কেউ দলে নেই, তাই দল জিতেছে। দয়া করে এই ধরনের নোংরা চিন্তাভাবনা বাদ দিন। আমাদের পরিকল্পনা ভালো ছিল, ঘরের মাঠের সুবিধা নিয়ে খেলেছি, তাই জিতেছি। নিজেদের খেলোয়াড়দের ব্যক্তিগত আক্রমণ না করি, পারফরম্যান্স নিয়ে কথা বলি, তবে ব্যক্তিগত কিছু না বলি।’
বাবর আজম গত ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লে সাদা পোশাকে পাকিস্তানকে নেতৃত্ব দেয়ার ভার পড়ে শান মাসুদের কাঁধে। তার নেতৃত্বে খুব একটা সফলতা পায়নি ম্যান ইন গ্রিনরা। টানা সাত ম্যাচে হেরেছে দলটি, এর মধ্যে আছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হওয়ার সিরিজও। অবশেষে পরাজয়ের সেই ধারা থেকে বেরিয়ে এলো তারা।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫০০ এর বেশি রান করে ইনিংস ব্যবধানে হারে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচ দিয়ে ঘুরে দাড়ালো স্বাগতিকরা।
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়িয়েছিল ২৯৭ রান। তবে ইংলিশরা থেমেছে ১৪৪ রানে। তাতে ১৫২ রানের বিশাল জয় পেয়েছে পাকিস্তান। ঘরের মাঠে পাকিস্তান সবশেষ টেস্ট জিতেছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
বিডি প্রতিদিন/নাজিম