১৬ মার্চ, ২০২৩ ১০:২২

মাদারীপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাদারীপুরে বাংলাদেশ প্রতিদিনের ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার বিকেলে মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুরের পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মাওলা আকন্দ, সাধারণ সম্পাদক এমআর মর্তুজা, মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ নাইরুল ইসলাম দুলাল চৌধুরী, মাদারীপুর জজ কোর্টের এপিপি আবুল হাসান সোহেল, মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক এসএম আরাফাত, সংবাদপত্র এজেন্ট ওমর আলী শিকদার প্রমুখ। 

এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিদিনের মাদারীপুর জেলা প্রতিনিধি বেলাল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলনা করেন সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয়। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর