রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে সুশাসন সম্পর্কিত এক কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ হাবে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুই পর্বে বিভক্ত দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. কাজি মো. মফিজুর রহমান। প্রথম পর্বে বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইয়াসমীন আহমেদ, স্থপতি হোসনে আরা রহমান, ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল হালীম শেখ প্রমুখ।
ওয়ার্কশপ স্পিকার অধ্যাপক ড. সাবিহা হক মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন। উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও ওয়ার্কশপ স্পিকারের এই মুক্ত আলোচনায় সুশাসনের উপকারিতা ও এর প্রয়োজনীয়তার নানান দিক উঠে আসে।
কর্মশালায় অংশ নিয়ে বক্তারা বলেন, সুশাসনের মাধ্যমে একটি দেশের মতই একটি প্রতিষ্ঠানও সমানভাবে উপকৃত হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে সুশাসন একটি অপরিহার্য অনুষঙ্গ। দেশের যেমন নাগরিক রয়েছে, তেমনি কর্মকর্তা ও কর্মচারীগণ একটি প্রতিষ্ঠানের নাগরিক। এই নাগরিকদের সঠিকভাবে পরিচালনা করতে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা প্রয়োজন। আর এসব নিশ্চিত করে সুশাসন।
কর্মশালার দ্বিতীয় পর্বে টেকনিক্যাল সেশন সম্পন্ন হয়। আইকিউএসি’র ডেপুটি ডিরেক্টর মো. আনোয়ারুল হক অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৭/মাহবুব