বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইয়াং বাংলা'র উদ্যোগে ‘জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-২০১৭’ রংপুর বিভাগীয় ক্যাম্পাস অ্যাক্টিভিশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি মাঠে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই শতকন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আনসারুল হক ডিউক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সফিউর রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মহানগর শাখার স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউজ্জামান বাবু, রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, সাধারণ সম্পাদক নোবেল শেখ প্রমুখ।
সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আনসারুল হক ডিউক চৌধুরী বলেন, “ মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ইয়াং বাংলার তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইয়াং বাংলার এই প্লাটফরমকে আরও বিস্তৃত করতে হবে। আমরা স্বপ্ন দেখি সিঙ্গাপুর ,মালয়শিয়ার চাইতেও বাংলাদেশ উন্নত হবে ইয়ং বাংলার তরুণদের হাত ধরে।
এবারে আবেদন করা যাবে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদকাসক্তি নিরাময়, সমাজ সেবা, প্রতিবন্ধী কল্যাণ, দুর্যোগ মোকাবেলা, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর উন্নয়ন, বয়স্ক শিক্ষা, শিশু শিক্ষা, যুবপ্রশিক্ষণ ও উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন, ক্রীড়া উন্নয়ন, শারীরিক শিক্ষা, মুক্তিযুদ্ধ পর্যটন ও কৃষ্টি, পাঠাগার উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, রক্তদান, নারী উন্নয়ন অ্যাওর্য়াডরে জন্য এই ক্যাটেগরির উপর।
আবেদন করা যাবে ১৯ আগস্ট ২০১৭ পর্যন্ত। আবেদন করতে হবে 'ইয়াং বাংলা'র ওয়েবসাইটে অথবা ওয়েবসাইট বা অ্যাক্টিভিশন প্রোগ্রাম থেকে সংগ্রহ করে আবেদন ফরমে।
উল্লেখ্য, ২০১৫ সালের ধারাবাহিকতায় এবছর ২০১৭ সালে গোটা বাংলাদেশের এমন সম্ভাবনাময় ৬৪ জন তরুন উদ্দ্যেগতাকে দেয়া হবে 'জয় বাংলা ইয়ুথ এওর্য়াড ২০১৭' যা তারা গ্রহণ করবেন তরুণদের আইকন, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক অবৈতনিক উপদষ্টো সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে। মূল প্লাটর্ফমে সুযোগ পাবে আরো ১৪৬টি সংগঠন যাদেরকেও বিভিন্ন ভাবে সহযোগতিা প্রদান করবে ইয়াং বাংলা।
বিডি প্রতিদিন/ ৭ আগস্ট, ২০১৭/ ই জাহান