লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনার একই শহরে বেড়ে উঠেছেন। রোসারিও শহরে মেসির জন্ম ১৯৮৭ সালে। এই শহরেই এক বছর পর ডি মারিয়া এসেছেন পৃথিবীতে। মেসি নিউ ওয়েলস ওল্ড বয়েসে ফুটবলের প্রাথমিক দীক্ষা নেন। অন্যদিকে ডি মারিয়ার ফুটবল যাত্রা রোসারিও সেন্ট্রালে। একই শহরে হলেও ২০২১ সালের আগে ডি মারিয়ার জনপ্রিয়তা ছিল মেসির চেয়েও অনেক বেশি। সেন্ট্রাল রোসারিওতে ফুটবল ক্যারিয়ার শুরু করেন ডি মারিয়া। মেসি পাড়ি জমান বার্সেলোনায়। আর্জেন্টিনার মাটিতে জনপ্রিয় হয়ে ওঠেন ডি মারিয়া। তবে ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে বিশ্বকাপ এবং ২০২৪ সালে ফের কোপা আমেরিকা জয় করে লিওনেল মেসি পুরো আর্জেন্টিনায় হয়ে উঠেছেন ইতিহাসের সেরা তারকা। তবে ডি মারিয়ার জনপ্রিয়তাও কমেনি। তিনিও দিনে দিনে আরও বড় তারকা হয়ে উঠেছেন। এবার ইউরোপ অধ্যায় শেষ করে ফিরে যাচ্ছেন প্রিয় রোসারিও শহরে। ফিফা ক্লাব বিশ্বকাপে নকআউট পর্বের শুরুতেই চেলসির কাছে হেরে বিদায় নিয়েছে ডি মারিয়ার বেনফিকা। শনিবার গভীর রাতে নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৪-১ গোলে পরাজিত করেছে চেলসি। ম্যাচের ৬৪ মিনিটে রিস জেমসের ফ্রি কিক গোলে এগিয়ে যায় চেলসি। যোগ করা সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি গোলে বেনফিকাকে সমতায় ফেরান ডি মারিয়া। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের খেলায় নেমে দুই মিনিটের মধ্যেই জিয়ানলুকা লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বেনফিকা। এরপর ক্রিস্টোফার (১০৮ মিনিট), পেদ্রো নেতো (১১৪) এবং কিয়েরনান (১১৭) গোল করে চেলসিকে বড় জয় উপহার দেন। এ পরাজয়ের মধ্য দিয়েই ইউরোপ অধ্যায় শেষ হলো ডি মারিয়ার। তিনি এবার ফিরে যাবেন ছেলেবেলার ক্লাব রোসারিও সেন্ট্রালে। ডি মারিয়া ২০০৭ সালে আর্জেন্টিনা ছেড়ে ইউরোপে আসেন। এরপর থেকে গত ১৮ বছরে তিনি খেলেছেন বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানইউ, পিএসজি, জুভেন্টাসের মতো বিশ্বসেরা ক্লাবগুলোতে। ইউরোপিয়ান ক্লাবগুলোর জার্সিতে ৩০টি ট্রফি জয় করেছেন ডি মারিয়া। এবার ফিরে যাচ্ছেন আর্জেন্টিনায়। রোসারিও সেন্ট্রাল আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশন লিগে তেমন বড় কোনো দল নয়। গত মৌসুমে তারা ২৮ দলের মধ্যে ২০ নম্বরে ছিল। সামনের মৌসুমেও লিগে খেলবে। ডি মারিয়ায় কতটা বদলাবে রোসারিও সেন্ট্রাল, তা কেবল সময়েই জানা যাবে। বেনফিকাকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল চেলসি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসর। শেষ ষোলোর লড়াইয়ে পালমেইরাসর স্বদেশি ক্লাব বোটাফোগোকে ১-০ গোলে পরাজিত করেছে।
শিরোনাম
- কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
ডি মারিয়ার ইউরোপ অধ্যায় শেষ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর