নরসিংদীতে চাঁদা না দেওয়ায় একটি কারখানায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় কারখানা মালিককে ছুরিকাঘাত ও এলোপাতাড়ি মারধর করা হয়। হামলায় আহত হয়েছেন দুজন শ্রমিকও। নষ্ট করে দেওয়া হয়েছে ২ লক্ষাধিক টাকার সুতাসহ মূলবান জিনিসপত্র। সদর উপজেলার টাওয়াদি পুকুর পাড় নাবিলা ট্রেক্সটাইলে গতকাল সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নাবিলা ট্রেক্সটাইলের মালিক মেহেদী হাসান ইমন, শ্রমিক রমজান ও সুজন। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সদর মডেল থানার ওসি এমদাদ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগও পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আহত মেহেদী হাসান ইমন বলেন, বিছুদিন ধরে এলাকার চিহ্নিত দুই সন্ত্রাসী আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। এর জেরে গতকাল সকাল ৯টার দিকে তারা কারখানায় ঢুকে শ্রমিকদের মারধর শুরু করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এলে তাকেও মারধর ও একপর্যায়ে ছুরিকাঘাত করে।