অনুমোদন না থাকায় বগুড়ার ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম শহরের মোহাম্মদ আলী মাঠে গিয়ে মেলাটি বন্ধ ঘোষণা করেন।
রশিদুল ইসলাম সাংবাদিকদের জানান, মেলাটি এ মাঠে আয়োজন করার জন্য ১৫ দিনের অনুমোদন দেওয়া হয়। সময় শেষ হয়ে যাওয়া এবং আশপাশের পরিবেশ ও শৃঙ্খলার অবনতি হওয়ায় নতুন করে সময় না বাড়িয়ে মেলাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। ৩ অক্টোবর সকালে মেলার উদ্বোধন করা হয়। স্থানীয় কয়েকটি সংগঠন মেলার আয়োজন করে।