ঝালকাঠি পৌরসভার রোনালসে রোড এলাকায় ‘দেশি ভোজ’ নামে পরিচিত একটি পাঁচতলা ভবন দক্ষিণ দিকে হেলে পড়েছে পাশের চারতলা ভবনের ওপর। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগ উঠেছে—দ্বিতল ফাউন্ডেশনের ওপর অনুমোদন ছাড়াই ভবনটি পাঁচতলা পর্যন্ত নির্মাণ করা হয়। ভবনটির মালিক সাবেক সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান।
পাশের চারতলা ভবনের মালিক আসমা রহমান লিখিত অভিযোগে জানিয়েছেন—তিনি দ্রুত প্রকৌশল বিশেষজ্ঞ দিয়ে পরিদর্শন করে ভবনটি সংস্কার অথবা প্রয়োজন হলে অপসারণের দাবি জানান।
ঝালকাঠি পৌরসভার প্রকৌশলী নাজমুল হাসান বলেন, “ আগামীকাল রবিবার ভবন মালিককে নোটিশ পাঠানো হবে। তাদের কাগজপত্র যাচাইয়ের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে।”
বিডি প্রতিদিন/আশিক