বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (৫২) এবং তার পুত্র হাসান নিহাল (২৮)-কে বিশেষ অভিযানে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানিয়েছেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদে খবর পেয়ে শনিবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে লামা থানা পুলিশ তাদের আটক করে।
গ্রেফতার হওয়া হাসান নিহাল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আজিজনগর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে লামা থানা ও বান্দরবান সদর থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/আশিক