বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ষড়যন্ত্র চলছে নির্বাচন পিছিয়ে দেওয়ার। কিন্তু বিএনপি তা মেনে নেবে না। বিএনপি মানুষের ভোটের অধিকার রক্ষায় লড়াই করেছে। সাধারণ মানুষ ভোট দিয়ে একটি সুন্দর সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।
শনিবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের লিফলেট বিতরণ পূর্ব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়নের আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বেগম সেলিমা রহমান বলেন, স্বৈরাচার হাসিনা বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। তবুও তিনি আপস করেন নাই। তিনি সব সময় বলেছিলেন দেশ বাঁচাও, মানুষ বাচাও।
তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন রাষ্ট্র ব্যবস্থা ন্যায়ভিত্তিক না হলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে না। তাই তিনি ৩১ দফার রাষ্ট্র কাঠামো দিয়েছেন। এর মাধ্যমে আমরা আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি পাবো।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম শফিউল আজম শাহিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই