কুমিল্লার চান্দিনা উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার পথচারী মা ও তার শিশু কন্যাকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে গেলে ভেতরে থাকা ৩ যাত্রী আহত হন।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) এবং তার কন্যা তাকিয়া ইসলাম (২)।
স্থানীয় সূত্র জানায়, বাড়ি ফেরার সময় মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন মাহিনুর আক্তার ও তার শিশু কন্যা। এসময় ঢাকামুখী দ্রুতগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয় এবং মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মা ও শিশু মারা যান। খাদে পড়ে যাওয়া গাড়ির পানিতে আটকা পড়ে আহত হন ভেতরে থাকা ৩ যাত্রী। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/আশিক