কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের নাপিতপাড়া এলাকার আবদুর রহিমের বাড়ির ওঠানের একটি গাছ থেকে ১০ ফুট লম্বা ২৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করে উখিয়া সদর বনবিটের জারুলতলী এলাকার গভীরবনে অবমুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান। 
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নুরুল ইসলাম বলেন, গত মাসখানেক ধরে জেলার বিভিন্ন স্থানে বিশাল আকৃতির অজগর ধরা পড়ছে। পরে তা গভীরবনে অবমুক্ত করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় আবারও উদ্ধার করা হয়েছে একটি বিশাল বার্মিজ অজগর। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার দৌছড়ি বিটের নাপিতপাড়া আবদুর রহিমের বাড়ি থেকে বন বিভাগ সাপটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, প্রায় ১০ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের অজগরটি একটি আম গাছে উঠে ছিল। এক নারী সেটি দেখে চিৎকার করলে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।
বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, ‘স্থানীয়দের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করি। এটি বার্মিজ প্রজাতির অজগর, যার ওজন প্রায় ২৫ কেজি ও দৈর্ঘ্য ১০ ফুট। সাপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং শিগগিরই প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে।’
গত ২২ জুন উখিয়া সদর বিটের কিল্লামোরা বাগানপাড়া এলাকায় একটি বসতবাড়ি থেকে প্রায় ১৪ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের আরও একটি বার্মিজ অজগর উদ্ধার করে বন বিভাগ। পরদিন সেটি দৌছড়ি রিজার্ভ বনে অবমুক্ত করা হয়েছিল।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        