বাংলাদেশের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দ্বিপক্ষীয় সিরিজটি হবে এবারের এশিয়া কাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাতে।
অক্টোবরের শুরুতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ দু’টি অনুষ্ঠিত হবে । দুই ফরম্যাটে তিনটি করে মোট ৬টি ম্যাচ হবে।
২ অক্টোবর সংক্ষিপ্ত সংস্করণ দিয়ে শুরু হবে। বাকি দুই টি-টোয়েন্টি ৪ ও ৬ অক্টোবর। দুই দিনের বিরতি শেষে ৯ অক্টোবর শুরু হবে ওয়ানডে। বাকি ম্যাচ দুটি ১১ ও ১৪ অক্টোবর।
এই সিরিজ খেলার আগে আরব আমিরাতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে জায়গা পাওয়া বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে। ম্যাচটি ১১ সেপ্টেম্বর।
বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান-হংকং দিয়ে এশিয়া কাপ শুরু হবে।
সিরিজ নিয়ে এসিবির প্রধান নির্বাহী নাসীব খান বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা ফুটে উঠবে। সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট আয়োজনের প্রুতিশ্রুতিকে স্মরণ করিয়ে দেয়। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই উপভোগ করবেন সমর্থকরা।’
বিডি-প্রতিদিন/বাজিত