বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট মো. বোরহান উদ্দিন বলেছেন, নতুন প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে মাদক ও মোবাইল ফোন। সন্তানদের এই দুই অভ্যাস থেকে দূরে রাখতে না পারলে পুরো পরিবার বিপদের মুখে পড়ে এবং তারা বড় ধরনের অন্যায় ও অপরাধে জড়িয়ে যায়।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এড. বোরহান উদ্দিন বলেন, “আমাদের সন্তানদের মাদক ও মোবাইল থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পেশার কারণে আমরা অনেকে ঢাকায় থাকি। কিন্তু যখন দেখি মতলব উত্তর উপজেলায় নানা অপরাধমূলক ঘটনা ঘটছে, তখন খারাপ লাগে। এসব অপরাধ দমন আমাদেরকেই করতে হবে।”
তিনি আরও বলেন, একটি সুন্দর সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই। এজন্য সবার আগে মেয়েদের শিক্ষায় গুরুত্ব দিতে হবে। একজন শিক্ষিত মা একজন সুশিক্ষিত সন্তান গড়ে তুলতে পারেন, আর সেই সন্তান পরিবার, সমাজ ও দেশের জন্য অবদান রাখতে সক্ষম হবে।
তিনি জোর দিয়ে বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠান সমাজে আলো ছড়ায়। তাই শিক্ষার উন্নয়নে রাজনীতি যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে। আমি এই কলেজের নবগঠিত কমিটির সভাপতি হলেও মূল উন্নয়ন কাজ করবেন অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ। তাদের প্রতি আমার পূর্ণ সহযোগিতা থাকবে। অভিভাবক ও এলাকাবাসীকেও কলেজের উন্নয়নে পাশে থাকতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এড. মো. বোরহান উদ্দিনসহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/আশিক