সনাতন ধর্মাবলম্বীদের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি আজ। শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্রের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তাঁর জন্মতিথি জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করা হয়। দেশের হিন্দু সম্প্রদায় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্যাপন করবে।
জন্মাষ্টমী উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। জন্মাষ্টমী উপলক্ষে গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, ‘দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় গীতাযজ্ঞের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আয়োজন শুরু হবে। বেলা ৩টায় কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রাতে পূজার মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হবে।’ মূল শোভাযাত্রা শ্রীশ্রীঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, আগামী মঙ্গলবার জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা হবে। সভায় প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, বিশেষ অতিথি থাকবেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মণি, সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য্য প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষিত হয়েছে, বিরাজিত পরিস্থিতি তা ধারণে ব্যর্থ হচ্ছে। অব্যাহত সাম্প্রদায়িক সন্ত্রাসে বিপর্যস্ত ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায় এ নতুন পরিস্থিতিতে অস্তিত্বসংকটে পড়েছে।’ জন্মাষ্টমী উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র ব্রহ্মচারী জানিয়েছেন, জন্মাষ্টমী উপলক্ষে কীর্তন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।