এশিয়া কাপ ২০২৫-এর দলে জায়গা নাও পেতে পারেন ভারতের তারকা ওপেনার শুভমান গিল—এমনই বড় দাবি করেছে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন।
সূত্রের খবর, টি-টোয়েন্টি দলে ভারতের নির্বাচকেরা বর্তমানে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ওপেনিং জুটিতেই ভরসা রাখছেন। এই পরিস্থিতিতে গিলের পক্ষে প্রথম একাদশ তো দূরের কথা, স্কোয়াডে জায়গা পাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ারও সম্ভবত এশিয়া কাপের দলে থাকছেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করলেও জয়সওয়ালকে নাকি নির্বাচকেরা আপাতত লাল বলের ক্রিকেটে মনোযোগ দিতে বলেছেন।
তবে টেস্টে গিলের পারফরম্যান্স কিন্তু উল্টো চিত্র তুলে ধরছে। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে ৫ টেস্টে ৭৫৪ রান করে (গড় ৭৫.৪০), চারটি শতরান হাঁকিয়ে তিনি প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন। এই কৃতিত্বের জন্য জুলাই ২০২৫-এ আইসিসি-র মাসসেরা ক্রিকেটারের খেতাবও জিতে নিয়েছেন তিনি—যা তাঁর চতুর্থবারের মতো এই সম্মান।
সাবেক ভারতীয় প্রধান কোচ রবি শাস্ত্রীও গিলের ভবিষ্যৎ নিয়ে ভরসা রেখেছেন। স্কাই স্পোর্টস-এর এক ভিডিওতে শাস্ত্রী বলেন, গিল অনেকদিন ভারতীয় দলে থাকবে। ওর খেলা রাজকীয়, খুবই মসৃণ এবং দীর্ঘ ইনিংস খেলার ক্ষমতা রাখে। ২৫ বছর বয়সে এমন অভিজ্ঞতা পাওয়া বিরল।
বিডি প্রতিদিন/নাজমুল