ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন আসরের প্রথম ম্যাচটিতে দুর্দান্ত জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। শুক্রবার (১৫ আগস্ট) রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছে আর্নে স্লটের দল।
লিভারপুলের পক্ষে গোল করেন অভিষিক্ত হুগো একিতিকে, কোডি গাকপো, ফেদরিকো চিয়েসা ও মোহামেদ সালাহ। বিপরীতে বোর্নমাউথের দুটি গোলই সেমেনিও করেছেন।
ম্যাচের শুরু থেকেই লিভারপুল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে একিতেকের গোলে এগিয়ে যায় তারা। এরপর দ্বিতীয়ার্ধে গাকপো ব্যবধান দ্বিগুণ করেন। তবে বোর্নমাউথ হাল ছেড়ে না দিয়ে ৬৪ ও ৭৬ মিনিটে দুটি গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায়। কিন্তু শেষ মুহূর্তে চিয়েসো এবং সালাহ’র গোলে লিভারপুল ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয়। এই জয়ের মাধ্যমে লিভারপুল একটি ধারা বজায় রেখেছে, লিভারপুল গত ১২ মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ কখনোই হারেনি এবং এর মধ্যে ৯টি ম্যাচে তারা জয়ী হয়েছে।
নতুন মৌসুম শুরুর আগে লিভারপুল দলে বেশ কিছু দারুণ খেলোয়াড় যুক্ত করেছে। নতুন খেলোয়াড়দের মধ্যে হুগো একিতিকে, ফ্লোরিয়ান ভার্টজদের নিয়ে একাদশ সাজান কোচ আর্নে স্লট, যা মাঠে দারুণভাবে কাজ করেছে। ম্যাচের প্রথম গোলটি করেন একিতেকে, প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচেই গোল করেন ফরাসি এই তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই কোডি গাকপো গোল করে ব্যবধান ২-০ করেন।
দ্বিতীয়ার্ধে বোর্নমাউথ একাধিক আক্রমণে ব্যবধান কমিয়ে ফেলে। সেমেনিও ৬৪ এবং ৭৬ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে ৮৮তম মিনিটে ফেদেরিকো চিয়েসা এবং অতিরিক্ত যোগ করা সময়ে মোহামেদ সালাহ’র গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই গোলের মাধ্যমে একটা রেকর্ড স্পর্শ করেছে সালাহ। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে উঠে আসল মিশরীয় এই তারকা। তিনি ১৮৭ গোল নিয়ে অ্যান্ড্রু কোলের সঙ্গে সমান জায়গায় আছেন।
ম্যাচের আগে সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিডি প্রতিদিন/নাজিম