মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে জানিয়েছেন যে ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় চীন কখনও তাইওয়ান আক্রমণ করবে না। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনে মস্কোর আগ্রাসন ইস্যুতে আলোচনার আগে এই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি না, যতক্ষণ আমি এখানে (ক্ষমতায়) আছি, ততক্ষণ এটি (তাইওয়ান আক্রমণ) ঘটবে। দেখা যাক।
তিনি আরও বলেন, তিনি (শি জিনপিং) আমাকে বলেছিলেন, ‘তুমি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত আমি এটা করব না।’ আমি তাকে বলেছিলাম, ‘আমি এর প্রশংসা করছি।’ তবে তিনি এটাও বলেন, ‘আমি খুব ধৈর্যশীল, আর চীনও খুব ধৈর্যশীল।’
ট্রাম্পের দাবি অনুযায়ী, তার দ্বিতীয় মেয়াদে গত জুনে শি জিনপিংয়ের সঙ্গে তার প্রথম ফোনালাপ হয়। এর আগে এপ্রিলেও তিনি বলেছিলেন যে শি তাকে ফোন করেছিলেন, যদিও সেই কথোপকথনের সময় ও বিষয়বস্তু বিস্তারিতভাবে স্পষ্ট করেননি।
উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমেও দ্বীপটি পুনরেকত্রীকরণের অঙ্গীকার করেছে। অন্যদিকে, তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখে এবং চীনের দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে।
সূত্র : রয়টার্স ও ফক্স নিউজ।
বিডি-প্রতিদিন/শআ