গ্রীষ্মের দলবদলে ব্যস্ত সময় কাটছে লিভারপুলের। একের পর এক খেলোয়াড় কিনেই চলেছে তারা। এবার রক্ষণভাগের শক্তি বাড়াতে পার্মা থেকে তরুণ ডিফেন্ডার জোভান্নি লেহোনিকে দলে টানছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।
১৮ বছর বয়সী লেহোনির সঙ্গে চুক্তি করতে রাজি হওয়ার কথা ইতোমধ্যে জানিয়েছে লিভারপুল। চুক্তির মেয়াদ কিংবা আর্থিক দিক সম্পর্কে কিছুই জানানো হয়নি ক্লাবটির পক্ষ থেকে। ব্রিটিশ গণমাধ্যমের খবর, ইতালিয়ান এই ফুটবলারকে পেতে ২ কোটি ৬০ লাখ ইউরো খরচ হচ্ছে লিভারপুলের।
রক্ষণভাগে অভিজ্ঞ ভার্জিল ফন ডাইক, ইব্রাহিমা কোনাতে ও জো গোমেজের সঙ্গে যোগ দেবেন টিনএজার লেহোনি। গোমেজকে শুক্রবারের ম্যাচে পাওয়া নিয়ে অবশ্য সংশয় রয়েছে। সম্প্রতি অ্যাকিলিসের চোট কাটিয়ে ফিরেছেন তিনি।
লিভারপুল থেকে অভিজ্ঞ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড আগেই রেয়াল মাদ্রিদে চলে গেছেন। কিছুদিন আগে অ্যানফিল্ড ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি জমিয়েছেন লুইস দিয়াস। আরেক ফরোয়ার্ড দারউইন নুনেস যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল হিলালে।
শূন্যতা পূরণে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে সাত কোটি ৯০ লাখ পাউন্ডে ফরাসি ফরোয়ার্ড উগো একিতিকে এবং বায়ার লেভারকুজেন থেকে জার্মান মিডফিল্ডার ফ্লোহিয়ান ভিয়েৎসকে ১০ কোটি পাউন্ডে দলে টেনেছে লিভারপুল। এবারের গ্রীষ্মে অ্যানফিল্ডে আরও যোগ দিয়েছেন ডাচ রাইট-ব্যাক ইয়েরেমি ফ্রিমপং ও হাঙ্গেরির লেফট-ব্যাক মিলোস কেরকেজ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ