আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম দাবি করেছেন, তার স্ত্রী রিয়া মনি এবং ম্যাক্স অভি মিলে তাকে ভুয়া তালাকের কাগজ দিয়েছেন। পুরো কাগজটি মিথ্যা তথ্যে ভরা এবং বানোয়াট। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
হিরো আলম বলেন, রিয়া মনি এখনো আমার স্ত্রী। আমাকে এ ভুয়া কাগজ দেওয়া হয়েছে, যেন আমি তাদের ব্যক্তিগত বিষয়ে কোনো হস্তক্ষেপ না করি। মিথিলার সঙ্গে সম্পর্কের বিষয়ে হিরো আলম বলেন, মিথিলা আমার স্ত্রী নয়। তার শখ হলো ভাইরাল হওয়া। সে ভাইরাল হওয়ার জন্য এসব নাটক সাজিয়েছে এবং আমার নামে মামলা করেছে। এ মামলার জন্য যদি আমার জেলে যেতে হয়, আমি যাব, তবুও তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব না। আত্মহত্যা প্রসঙ্গে হিরো আলম জানান, অনেক কিছুর শিকার হয়ে মানুষ আত্মহত্যা করে।