বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৬ আগস্ট) বিকালে এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত এই সম্মেলন স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ তৈরি করেছে।
সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে মোঃ শহিদুল হক বাবুল সভাপতি এবং মোঃ মেহেদী হাসান ইয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু ও মো. ফিরোজ তালুকদার নির্বাচিত হয়েছেন। মোট ভোটার ছিলেন ১,১৩৬ জন, এর মধ্যে ১,১০২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাতিলভোট ১৩।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, নাসির আলাপ, মোজাফ্ফর রহমান আলম, মনিরুল ইসলাম, কাজী খায়রুজ্জামান শিপন, ডঃ কাজী মনিরুজ্জামান মনির, এ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, শিকদার ফরিদুল, আসাদুজ্জামান মিলন প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক