আগামী জাতীয় নির্বাচন অর্থবহ ও সফল করতে শিক্ষকদের ভূমিকা কামনা করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্বাচনকে ব্যর্থ ও প্রশ্নবিদ্ধ করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও স্বার্থান্বেষী মহল দেশ-বিদেশ থেকে চক্রান্ত করতে পরে। এরকম চক্রান্ত হলে সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান তিনি।
শনিবার দুপুরে ময়মনসিংহে জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি স্কুল এসোসিয়েশন (নন এমপিও) এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় আহ্বান জানান প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও ভবিষৎ সবকিছুই নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। অবাধ, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক শান্তিপূর্ণ নির্বাচনে জনপ্রতিনিধিত্বশীল সংসদ এবং সরকার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামত ও সকল শ্রেণি পেশার সমস্যা সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের রায়ে বিএনপি আগামী নির্বাচনে সরকার পরিচালনার দায়িত্ব পেলে অভিজ্ঞ, যোগ্য ও মেধা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করা হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে। পাবলিক পরীক্ষায় গণপাশ, উত্তর পত্রে গণহারে নাম্বার প্রদান ও জিপিএ ৫ এর বাম্পার ফলনে প্রকৃত মেধা যাচাই সম্ভব ছিল না। শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ শিক্ষা কার্যক্রমের পরিবর্তে দিবস ও অনুষ্ঠান নির্ভর হয়ে পড়েছিল।
বেসরকারি স্কুল এসোসিয়েশনের চেয়ারম্যন অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও মহাসচিব হযরত আহম্মেদ সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত