বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদল এ মানববন্ধন করে।
সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক রাব্বির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুন উর-রশিদ সুজন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়র গর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন শিবলু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের উপর হামলার ঘটনায় মামালা করা হলেও এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করা হয়নি। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের এমন নীরব ভূমিকায় সাধারণ জনগণ নিরাপত্তাহীনতার শঙ্কায় রয়েছেন। অতুল চন্দ্রের উপর যারা পরিকল্পিতভাবে হামলা করেছে, তাদের অতি দ্রুত গ্রেফতার করতে হবে।
বিডি প্রতিদিন/এমআই