অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের কথা বলার সাহস পেয়েছি। হাসিনার আমলে আমরা কথা বলতে পারতাম না।
তিনি বলেন, এনজিও এবং চট্টগ্রামের লোক দিয়ে ড. ইউনুস সরকার করেছে। আমি এই সরকারকে সমর্থন করি না। বিপ্লবের পথ আমরা হারিয়ে ফেলেছি। আমি ভাবিনি শেখ হাসিনার পর এমন একটা সরকার আসবে। তারা দেশের গুরুত্বপূর্ণ একটি বছর নষ্ট করেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়।
আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জনতা পার্টি বাংলাদেশ- জেপিবি'র নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন।
সভাপতির বক্তব্যে গোলাম সারোয়ার মিলন বলেন, আমরা রাষ্ট্রে রাজনৈতিক নয় জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই। আর কয়টা গণঅভ্যুত্থান হলে দেশ ভালোভাবে চলবে? আমরা স্বৈরাচারের বিচার চাই। স্বৈরাচার বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জাতীয় নির্বাচন দিতে হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ