রাঙামাটিতে পাচারকালে চোলাই মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন- মহিমা আক্তার (৩৫), সকিনা বেগম (৭৫) ও শাহিনুর বেগম (৫০)।
শনিবার বিকাল ৩টার দিকে শহরের মানিকছড়ি চেকপোস্টে একটি অটোরিকশা (সিএনজি) তল্লাশি করে তাদের আটক করা হয়। এ সময় ৩১ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে তিনজন নারী যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে একটি অটোরিকশা (রাঙামাটি-থ ১১-১৩৪২)। সিএনজিটি শহরের মানিকছড়ি চেকপোস্টে পৌঁছালে তল্লাশি করে যৌথবাহিনীর সদস্যরা। পরে সন্দেহজনকভাবে বোরকা পরিহিত নারীদের গায়ে বাঁধা অবস্থায় স্যালাইনের প্যাকেটে ৩১ লিটার চোলাই মদ উদ্ধার করেন যৌথবাহিনীর নারী সদস্যরা। পরে তাদের আটক করে রাঙামাটি কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাহেদ উদ্দীন বলেন, অবৈধভাবে মাদকদ্রব্য পাচারের অভিযোগে অভিযুক্ত তিন নারীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য দমন আইনে মামলা করেছে। তবে অভিযুক্ত নারীরা রাঙামাটির বাসিন্দা নয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চট্টগ্রামের বালুছড়া ও হাটহাজারি উপজেলার বাসিন্দা বলে দাবি করেন। এছাড়া মাদকদ্রব্য পাচারের সাথে অটোরিকশা চালক মো. রবিউল ইসলাম (২৫)-এর কোনো সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল