বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র গাইবান্ধায় নারী শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় সিপিবি জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমরেড মিতা হাসানের সভাপতিত্বে ও নারী শাখার সম্পাদক সুপ্রিয়া দেবের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজর রহমান মুকুল। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার।
পরে মেহেরুন মুন্নীকে সম্পাদক ও শারমিন সাঈদকে সহকারি সম্পাদক নির্বাচন করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশে নারীরা সবসময় বৈষম্যের শিকার, তারা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়। গত বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নারীরা বেশি সহিংসতার শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে যা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী।
বিডি প্রতিদিন/এএ