নির্মাণ ও সংস্কার কাজের ধীরগতির কারণে এবারের বিপিএল আসরের কোনো খেলা হচ্ছে না বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে। ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আশ্বাসে বরিশালবাসী আশা করেছিলেন-এবারে স্টেডিয়ামে বিপিএলের খেলা হবে। কিন্তু ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল টিম স্টেডিয়ামের নির্মাণ ও সংস্কার কাজে সন্তুষ্ট না হওয়ায় সম্ভাব্য ভেন্যু তালিকা থেকে বাদ পড়েছে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম। এতে ক্রিকেটপ্রেমীরা হতাশ হয়ে পড়েছেন।
জানা গেছে, বিপিএল ২০২৫-২৬ এর আসরের দিনক্ষণ, ম্যাচ সিডিউল এবং ভেন্যু নির্ধারণ হয়ে গেছে। সম্ভাব্য ভেন্যু তালিকায় নেই বরিশালের কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়ামের নাম।
ক্ষোভ প্রকাশ করে ক্রীড়াপ্রেমীরা বলেন, বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম আন্তর্জাতিক মানের। শুধু অব্যবস্থাপনার কারণে স্টেডিয়ামটি অবহেলায় পড়ে আছে। গত পাঁচ বছর ধরে চলছে স্টেডিয়ামের উন্নয়ন কাজ। এভাবে চলতে থাকলে আগামী ২/১ বছরে আন্তর্জাতিক মানের খেলা দূরের কথা, স্থানীয়ভাবে কোনো আসর হবে না। বরিশাল জেলা ক্রীড়া সংস্থাকে ঢেলে না সাজালে স্টেডিয়াম ও ক্রীড়া অঙ্গনের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার।
মাঠে গিয়ে দেখা গেছে, সংস্কার কাজের ভীষণ এলামেলো অবস্থা। প্রত্যেকটি পর্যায়ের কাজ শুরু করে তা আংশিক অবস্থায় ফেলে রাখা হয়েছে। মাঠের কাজের অবস্থা বেশি শোচনীয়। পরিকল্পনা অনুযায়ী মাঠে উন্নতমানের ঘাস লাগানো এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা তৈরির কবে হবে এর কোনো নিশ্চয়তা নেই। এ বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট কাউকেই সংস্কার কাজের আশপাশে পাওয়া যায়নি।