পেশাদার ফুটবলে এখন আফ্রিকা ও ল্যাটিন ফুটবলারের ছড়াছড়ি। বিদেশি ফুটবলার মানেই দুই মহাদেশের আধিপত্য। ইউরোপ ও এশিয়ার খেলোয়াড় আছেন খুবই কম। ১৯৭৪ সালে লিগে ভারতীয় ফুটবলার দিয়ে বিদেশির আগমন। সত্যি বলতে কি, একসময় ঘরোয়া ফুটবলে এশিয়াই ছিল ভরসা। নব্বইয়ের দশক থেকে রাশিয়ানদের দেখা মেলে। ঢাকা ফুটবলে আবার নেপালিদেরও দাপট রয়েছে। দেশটি তখন ফুটবলে পরিচিত মুখ না হলেও গণেশ থাপা মোহামেডানের জার্সি পরে মাঠ কাঁপিয়েছিলেন। গণেশ থাপা নেপাল ফুটবলের ‘ম্যারাডোনা’ ছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি ভাগ্যবান যে মোহামেডানের মতো বড় দলে খেলেছি। না হলে ফুটবলার হিসেবে আমাকে কেউ চিনত না।’ গণেশ থাপার পর বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আরও অনেক নেপালি খেলে গেছেন। তবে সেভাবে সুনাম কুড়াতে পারেননি। নেপাল ফিফা র্যাকিংয়ে এখন বাংলাদেশের চেয়ে এগিয়ে। দুই দেশের ম্যাচ হলে কে জিতবে বলা যায় না। অথচ সত্তরের দশকে ঢাকার ক্লাবগুলোর সামনে দাঁড়াতেই পারত না নেপাল জাতীয় দল। ১৯৭০ সালে আগা খান গোল্পকাপে দেশটির জাতীয় দল খেলতে এসে ওয়ান্ডারার্সের কাছে ৯-০ গোলে হেরেছিল। নেপাল আলোচনায় আসে ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশকে হারিয়ে সোনা জেতার পর। প্রশ্ন উঠতে পারে, নেপাল নিয়ে কেন এত আলোচনা? এবার বাংলাদেশের ঘরোয়া ফুটবলে যেন নেপাল জাতীয় দলই খেলবে। তাদের জাতীয় দলে খেলা আট ফুটবলারকে বিভিন্ন দলে দেখা যাবে। আর তা সম্ভব হয়েছে সার্কভুক্ত দেশের ফুটবলাররা স্থানীয় কোটায় সুযোগ পাওয়ায়। নিয়মটি করেছে বাফুফেই। বলা হচ্ছে এতে বাংলাদেশের ফুটবলাররা নিজেদের মান বাড়ানোর সুযোগ পাবেন। অথচ স্থানীয় ফুটবলাররা যে রিজার্ভ বেঞ্চে বসে থাকবেন সে ভাবনা নেই। নেপালিরা ভিন্ন দলে খেলবেন। তার পরও একসঙ্গে আটজন তো! একে জাতীয় দল বললে কি ভুল হবে? গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নে খেলবেন একসঙ্গে চারজন। যোগেশ গুরু, সানিশা শ্রেষ্ঠা, অঞ্জন বিস্তা ও আরিক বিস্তা। পুলিশে খেলবেন নেপাল জাতীয় দলের অধিনায়ক গোলরক্ষক কিরণ কুমার লিম্বু, আয়ুষ ঘানাল। ফর্টিস এফসিতে অনন্ত তায়াং আর রহমতগঞ্জে অভিষেক লিম্বু।
শিরোনাম
- মাছের ঘের নিয়ে গোলাগুলি, কক্সবাজারে নিহত ১
- উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!
- বিশ্বের প্রথম স্মার্টফোন: কোন কোম্পানির, কেমন ছিল সেই ডিভাইস
- আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা
- কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা