পেশাদার ফুটবলে এখন আফ্রিকা ও ল্যাটিন ফুটবলারের ছড়াছড়ি। বিদেশি ফুটবলার মানেই দুই মহাদেশের আধিপত্য। ইউরোপ ও এশিয়ার খেলোয়াড় আছেন খুবই কম। ১৯৭৪ সালে লিগে ভারতীয় ফুটবলার দিয়ে বিদেশির আগমন। সত্যি বলতে কি, একসময় ঘরোয়া ফুটবলে এশিয়াই ছিল ভরসা। নব্বইয়ের দশক থেকে রাশিয়ানদের দেখা মেলে। ঢাকা ফুটবলে আবার নেপালিদেরও দাপট রয়েছে। দেশটি তখন ফুটবলে পরিচিত মুখ না হলেও গণেশ থাপা মোহামেডানের জার্সি পরে মাঠ কাঁপিয়েছিলেন। গণেশ থাপা নেপাল ফুটবলের ‘ম্যারাডোনা’ ছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি ভাগ্যবান যে মোহামেডানের মতো বড় দলে খেলেছি। না হলে ফুটবলার হিসেবে আমাকে কেউ চিনত না।’ গণেশ থাপার পর বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আরও অনেক নেপালি খেলে গেছেন। তবে সেভাবে সুনাম কুড়াতে পারেননি। নেপাল ফিফা র্যাকিংয়ে এখন বাংলাদেশের চেয়ে এগিয়ে। দুই দেশের ম্যাচ হলে কে জিতবে বলা যায় না। অথচ সত্তরের দশকে ঢাকার ক্লাবগুলোর সামনে দাঁড়াতেই পারত না নেপাল জাতীয় দল। ১৯৭০ সালে আগা খান গোল্পকাপে দেশটির জাতীয় দল খেলতে এসে ওয়ান্ডারার্সের কাছে ৯-০ গোলে হেরেছিল। নেপাল আলোচনায় আসে ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশকে হারিয়ে সোনা জেতার পর। প্রশ্ন উঠতে পারে, নেপাল নিয়ে কেন এত আলোচনা? এবার বাংলাদেশের ঘরোয়া ফুটবলে যেন নেপাল জাতীয় দলই খেলবে। তাদের জাতীয় দলে খেলা আট ফুটবলারকে বিভিন্ন দলে দেখা যাবে। আর তা সম্ভব হয়েছে সার্কভুক্ত দেশের ফুটবলাররা স্থানীয় কোটায় সুযোগ পাওয়ায়। নিয়মটি করেছে বাফুফেই। বলা হচ্ছে এতে বাংলাদেশের ফুটবলাররা নিজেদের মান বাড়ানোর সুযোগ পাবেন। অথচ স্থানীয় ফুটবলাররা যে রিজার্ভ বেঞ্চে বসে থাকবেন সে ভাবনা নেই। নেপালিরা ভিন্ন দলে খেলবেন। তার পরও একসঙ্গে আটজন তো! একে জাতীয় দল বললে কি ভুল হবে? গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নে খেলবেন একসঙ্গে চারজন। যোগেশ গুরু, সানিশা শ্রেষ্ঠা, অঞ্জন বিস্তা ও আরিক বিস্তা। পুলিশে খেলবেন নেপাল জাতীয় দলের অধিনায়ক গোলরক্ষক কিরণ কুমার লিম্বু, আয়ুষ ঘানাল। ফর্টিস এফসিতে অনন্ত তায়াং আর রহমতগঞ্জে অভিষেক লিম্বু।
শিরোনাম
- রেলপথে নতুন উদ্যোগ সৌদির, চার ঘণ্টায় যাবে ১৫০০ কিমি
- উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণার মানোন্নয়ন অপরিহার্য
- বিচ্ছেদ নিয়ে যা বললেন সামান্থা
- ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি নারী
- সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ
- আরও ১৫টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে জার্মানি
- বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ভিডিও সরাল টিকটক
- বিমানবন্দরে আমদানি পণ্য খালাসের কার্যক্রম শুরু
- জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৮ বছরের ছাত্রীকে হত্যা, দক্ষিণ কোরিয়ার শিক্ষিকার আজীবন কারাদণ্ড
- কেন ডুরান্ড লাইন অস্বীকার করছে আফগানিস্তান?
- রাজধানী পল্লবীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৪
- নোয়াখালী বিভাগ চেয়ে গ্রিসে প্রবাসীদের সভা
- ৭ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি
- নবাবদের বংশধররা আজও ব্রিটিশদের পেনশন পাচ্ছেন, কিন্তু কত?
- ল্যুভর জাদুঘরে সিনেমাটিক চুরি, ৪ মিনিটে উধাও বহুমূল্যের ৮ রত্নালঙ্কার
- যে কারণে সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন ইরানের সেনাপ্রধান
- রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা
- আগামী ডিসেম্বরের মধ্যে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা
- দেবরের সাথে ব্রেকাপ, কবজি কাটলেন দুই সন্তানের মা
ঘরোয়া ফুটবলে নেপাল জাতীয় দল!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর