বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শনিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ারম্যান আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, পুরো মঞ্চসহ প্যান্ডেলের সবকিছু পুড়ে গেছে।
আগামীকাল রবিবার (২২ জুলাই) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭ বছর পূর্তি এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ, আবাসিক হল, বিভিন্ন স্থাপনা ও রাস্তাঘাট জুড়ে আলোকসজ্জা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার