রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মাদ শহীদুল ইসলাম, প্রফেসর ড. মো. আতাউর রহমান ও বিভাগের সভাপতি নাসির উদ্দিনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন একই বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. মো. রশিদুল আলম।
রবিবার সকালে সাধারণ ডায়েরির (জিডি) বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ।
অধ্যাপক রশিদুল ইসলাম জিডিতে উল্লেখ করেন যে, আমার বিভাগের দুই শিক্ষক (ড. হোছাইন আহমেদ কামালী, ড. মো. আতাউর রহমান) বিভাগীয় সভাপতির (নাসির উদ্দিন) একাডেমিক জালায়াতি ও অনিয়মের বিরুদ্ধে ৩০/১২/১৯ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করি।
এর পরিপ্রেক্ষিতে বিভাগের সভাপতি ও আতাউর রহমানের উপস্থিতিতে শহীদুল আলম আমাকে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে, ক্ষমতা থেকে গেলে কাজলা গেট পার হতে পারবে? একই রকম কথাবার্তা এবং আমার দল সম্পর্কে বিভিন্ন সময় কটূক্তি করেন এবং আমাকে হুমকি দিয়ে আসছেন।
এই বিষয়ে বিভাগের শিক্ষক ড. মুহাম্মাদ শহীদুল ইসলাম সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি জিডির বিষয়টি সম্পর্কে কিছু জানি না। আর আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা সম্পূর্ণ মিথ্যা। আমি তাকে কখনো হুমকি দেয়নি বরং তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন বলে আমাদের বিভিন্ন সময় ক্ষমতা দেখান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তার ভালো সম্পর্কের কারনে বিভাগে প্রচার করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ