সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টার ২০২০-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি। সম্মানিত অতিথি ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো: রেজাউল করিম।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ। বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন।
এ সময় অন্যান্যের মধ্যে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা অনলাইনে উপস্থিত ছিলেন।
সাউথইস্টের বোর্ড চেয়ারম্যান ফল সেমিস্টার ২০২০ এ টিউশন ফি'তে ২৫% ও ভর্তি ফি'তে ৫০% ছাড়ে অনলাইনে ভর্তির ঘোষণা দেন। এছাড়াও তিনি জানান, ১১টি ভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ১০০% স্কলারশিপে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ