শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের (সুপা)’ উদ্যোগে আট দিনব্যাপী ভার্চুয়াল প্রদর্শনী শুরু হয়েছে।
শুক্রবার সকাল দশটায় সংগঠনটির নিজস্ব ওয়েবসাইটে শুরু হওয়া এ ভার্চুয়াল প্রদর্শনীটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী 'ইনকুয়েস্ট ইনসাইট ৫' এর তৃতীয় ও শেষ পর্যায়। এর আগে প্রদর্শনীটির ১ম পর্যায় অনুষ্ঠিত হয় শাবিপ্রবি ক্যাম্পাসে এবং ২য় পর্যায় অনুষ্ঠিত হয় কলকাতার গোল্ড গ্যালারিতে।
আয়োজনটির আহ্বায়ক শাহ নেওয়াজ সায়েম জানান, 'করোনাকালীন সময়ে সবার সুস্থ বিনোদনের জন্য ‘সুপা’ এ উদ্যোগ নিয়েছে যা ২৪ জুলাই পর্যন্ত চলবে। যে কেউ সুপা’র নিজস্ব ওয়েবসাইট https://inquestinsight.com/ এ প্রদর্শনীটি দেখার সুযোগ পাবে।'
উল্লেখ্য, তিন পর্যায়ে অনুষ্ঠিত সুপার আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী "ইনকুয়েস্ট ইনসাইট ৫’এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন