গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফিরছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্রীয় কমিটিসহ তিনটি ইউনিট ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৬৫তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভা শেষে বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম। তিনি বলেন, আজ একাডেমিক কাউন্সিলে আমরা ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভর্তি পরীক্ষার জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপাচার্যকে আহ্বায়ক, রেজিস্ট্রারকে সদস্য সচিব, কোষাধ্যক্ষ এবং বাকি ছয় অনুষদের ডিনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞানের জন্য ‘ক’ ইউনিট, কলা ও সামাজিক বিজ্ঞানের জন্য ‘খ’ ইউনিট ও ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য ‘গ’ ইউনিটে পরীক্ষা হবে। লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিনকে ‘ক’ ইউনিটের আহ্বায়ক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে ‘খ’ ইউনিটের আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনকে ‘গ’ ইউনিটের আহ্বায়ক করা হয়েছে। দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, কেন্দ্রীয় ও ইউনিট ভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। চূড়ান্ত করে রেজিস্ট্রার বিজ্ঞপ্তি দিবে।
গত ৩ এপ্রিল নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য মানববন্ধন করে শিক্ষক সমিতি। মানববন্ধন শেষে উপাচার্যের কক্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য কমিটি করার আহ্বান জানিয়ে অবস্থান নেন শিক্ষকরা।
বিডিপ্রতিদিন/কবিরুল