চট্টগ্রাম নগরের ১৭টি অতি ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবৈধভাবে বসবাস করা ৮৩৫ পরিবারকে আগামী এক মাসের মধ্যে উচ্ছেদ করা হবে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে এসব অবৈধ স্থাপনায় থাকা গ্যাস-বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সেবা প্রদানকারী সংস্থাগুলোই নিজ উদ্যোগে এ সব সংযোগ বিচ্ছিন্ন করবে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, ঝুঁকিপূর্ণ পাহাড়ে কারা স্থপনা তৈরি করছে, কে ভাড়া আদায় করছে এসব তথ্য সরেজমিন সংগ্রহ করতে একটি গঠন করা হয়।
বিভাগীয় কমিশনার ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শহীদুল আলম, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ দেলওয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম নগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসাইন, গৃহায়ণ কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল আলম, বিজিবির ডেপুটি রিজিওনাল কমান্ডার কর্নেল আরেফিন, সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজাসহ ১৫ উপজেলার নির্বাহী কর্মকর্তা, র্যাব, পুলিশ, বিজিবির প্রতিনিধিগণ। সভার শুরুতে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন পাহাড়ের সর্বশেষ চিত্র তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার