৯ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৫২

মিরসরাইয়ে ১৩ ফুট অজগর অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মিরসরাইয়ে ১৩ ফুট অজগর অবমুক্ত

চট্টগামের মিরসরাই উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে ১৫ কেজি ওজনের একটি বার্মিজ পাইথন অবমুক্ত করেছেন বনবিভাগের কর্মকর্তারা। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে করেরহাট এলাকার গভীর বনাঞ্চলে সাপটি অবমুক্ত করা হয়। 

এর আগে সকাল ৯টার দিকে ১৩ ফুট দৈর্ঘ্যের ওই সাপটি উদ্ধার করা হয়।

করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুর রহমান জানান, সাপটি বার্মিজ পাইথন প্রজাতির। হয়তো খাবারের সন্ধানে করেরহাট এলাকার লোকালয়ে চলে আসে। রেঞ্জের কর্মচারীরা সাপটি উদ্ধার করেন। পরে পরে করেরহাট বিট ও চেক স্টেশন কর্মকর্তা মো. মোনায়েম হোসেনসহ ও অন্যান্য কর্মচারীরা করেরহাট সদর বিট এলাকার গভীর বনে সাপটি অবমুক্ত করেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর