ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধ করতে না পারার অপরাধে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অ্যাডভোকেট মো. বাহাদুর ও নুর মোহাম্মদ নামে দু ব্যক্তিকে গ্রেফতার করেছে করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার একটি ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান অফিসে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে ধর্ষণের শিকার ওই নারী থানায় মামলা দায়ের করলে পুলিশ দু'জনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া বাহাদুর দক্ষিণ জেলা যুবলীগের নেতা এবং ক্ষদ্রঋণপ্রদানকারী প্রতিষ্ঠানের পরিচালক।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, ‘শুক্রবার রাতে গণধর্ষণের শিকার ওই নারী চার জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই ক্ষুদ্রঋণপ্রদানকারী প্রতিষ্ঠানের দুই পরিচালককে গ্রেফতার করা হয়। বাকিদেরও গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। এছাড়া ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
পুলিশ ও গণধর্ষণের শিকার ওই নারীর স্বামী জানান, গত সেপ্টেম্বার মাসে ওই ক্ষুদ্রঋণপ্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে তিন হাজার টাকা ঋণ নেন গণধর্ষণের শিকার ওই নারী। প্রথম দুই কিস্তি ভাল ভাবে দিতে পারলেও আর্থিক অসচ্ছলতার কারণে আর কিস্তি পরিশোধ করতে পারেনি। এর জের ধরে বৃহস্পতিবার রাতে সাব্বির ও রাসেল নামে দুই যুবক ধর্ষণের শিকার ওই নারী ও তার স্বামীকে বাসা থেকে তুলে আনে। এরপর দুই জনের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। রাতে স্বামীকে ছেড়ে দিলেও একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয় স্ত্রীকে। রাতে নুর মোহাম্মদ, সাব্বির, রাসেল এবং বাহাদুর মিলে ওই নারীকে গণধর্ষণ করে।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন