প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে দেশের আইটি খাত থেকে বৈদেশিক মুদ্রায় আয় তৈরি পোশাক খাতকে ছাড়িয়ে যাবে। আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলনের উদ্বোধনী প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
সজীব ওয়াজেদ বলেন, দেশে প্রতিবছর ৫০ হাজার তরুণকে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষিত করে তোলা হবে। গত বছর ৩০ হাজার তরুণকে আইটিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেই, তখন এটা নিয়ে অনেকেই হাসাহাসি করেছেন। দেশের মানুষ অনেকটাই ডিজিটাল সর্ম্পকে অবগত ছিলেন না। এখন মাত্র ৬ বছরে আমরা বিপুল পরিমাণ সাফল্য অর্জন করেছি। তিনি বলেন, যখন বিপিও’র যাত্রা শুরু হয় তখন মাত্র আমাদের আয় ছিল ২৬ বিলিয়ন ডলার। এখন ৩ লাখ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছি। আমাদের দেশে ২ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছি। আগামী ২ বছরে কয়েকগুণ উন্নীত করা হবে।
প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্যোক্তা হিসেবে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)। সম্মেলনে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বক্তব্য রাখেন, আইসিটি মন্ত্রণালয়ে স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি, সচিব শ্যাম সুন্দর সিকদার, এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ, বাক্যের সভাপতি আহমেদুল হক প্রমুখ।
আয়োজকরা জানান, বিপিওকে মূলধারায় নিয়ে আসা, দেশের তরুণদের বেশি করে এই খাতে আগ্রহী করে তোলা এবং দেশিয় ও আন্তর্জাতিক বাজারে বিপিও সেক্টরের অবস্থানকে তুলে ধরার লক্ষ্যে এ আায়োজন।
‘ভিশন ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, বিশ্বের বড় বড় কর্পোরেট ও ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানগুলো পরিচালনা, গ্রাহকসেবা এবং ব্যবসায়িক স্থাপনার জন্য প্রস্ততি তুলে ধরা হবে এই সম্মেলনে।
বিডি-প্রতিদিন/ ০৯ ডিসেম্বর, ২০১৫/ রশিদা