নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন খোকন ও ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুমন কাজী মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপীল শুনানি শেষে তারা তাদের প্রার্থীতার বৈধতা ফিরে পান। দেলোয়ার হোসেন খোকন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর নাসিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে ঋণ খেলাপী অভিযোগে ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন খোকন ও ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুমন কাজীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার।
এরপর মনোনয়নপত্রের বৈধতা প্রমাণের লক্ষ্যে ঢাকা ভিাগীয় কমিশনার বরাবর আপীল করেন খোকন ও সুমন কাজী। সংশ্লিষ্ট ব্যাংকের পাওনা পরিশোধ করার পরও স্ব স্ব ব্যাংক তাদের বিবরণী সময়মতো বাংলাদেশ ব্যাংকে পাঠায়নি বলে জানান তারা। তারই প্রেক্ষিতে বুধবার আপীল শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধতা পায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ