নগরীর বন্দর থানার সল্টগোলা ঈশান মিস্ত্রি হাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০টি দোকান পুড়ে গেছে। এরমধ্যে কিছু দোকান পুড়েছে আংশিক। বুধবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা রূপন কান্তি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ ইউনিট থেকে চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ