সিলেটে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পিকআপ ভ্যানের চালককে মারধরের জেরে শ্রমিকদের ব্যারিকেড ও ভাঙচুরে পুলিশ বাধা দেয়। এ কারণেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। মারধরের শিকার সেই পিকআপ ভ্যানের চালকের নাম শফিক মিয়া।
শুক্রবার রাত ৯টার দিকে নগরীর উপশহর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "উপশহর পয়েন্টে একজন শ্রমিককে মারধরের ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই এলাকায় ব্যারিকেড দিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে কয়েকজন আহত হন।"
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮