গভীর সমুদ্রে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার কারণে বরিশালসহ পুরো উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা এবং ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে অভ্যন্তরীন নদী বন্দরসমূহে ২ নম্বর এবং সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ রয়েছে। এদিকে আরো বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস।
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ৬৭.৬ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা পর থেকে ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৫০ মিলিমিটর বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস।
গভীর সমুদ্রে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার কারণে সমুদ্র এবং নদী উত্তাল রয়েছে। অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য ২ নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ নম্বর সংকেত বলবৎ রয়েছে। ২ নম্বর সতর্ক সংকেত বলবৎ থাকায় ৫৬ ফিটের কম দৈর্ঘ্যর (এমএল টাইপ) লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।
নগরীসহ বিভিন্ন নিম্নাঞ্চলে স্বাভাবিকের চেয়ে পানি বেড়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় দ্বীপ এবং চর সমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুটের অধিক উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
অসময়ে বৃষ্টির কারণে শুক্রবার সকাল থেকে বিভিন্ন গন্তব্যে যেতে পরিবহন সংকটে পড়েন সাধারণ জনগণ। এতে চরম দুর্ভোগের কথা জানিয়েছেন তারা।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/হিমেল